আগামী জুনেই রাস্তায় নামছে মেড ইন বাংলাদেশ গাড়ি। প্রথমে পিকআপ দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তৈরি হবে বাস ও ট্রাক। থাকবে প্রাইভেট কারও। সবমিলে দেশে তৈরি প্রথম গাড়ি বাংলাকার ব্র্যান্ডে উৎপাদন হবে ১২ ধরনের গাড়ি। প্রস্তুতকারক প্রতিষ্ঠান হোসেন গ্রুপের দৃষ্টি, দেশের বাজার ছাড়িয়ে বিশ্ববাজার। আর তা সত্যি হলে, গাড়ির বৈশ্বিক মানচিত্রে যুক্ত হবে বাংলাদেশও।
বর্তমানে এসইউভির বাজার দর ৭০ লাখ থেকে দেড় কোটি। তবে দেশে সংযোজিত এই এসইউভি গাড়ির দাম ৩০ লাখ।
বাংলা কারস লিমিটেডের প্রধান কারিগরি উপদেষ্টা মো. আব্দুস সাত্তার জানান, ফেব্রুয়ারি মাসে যন্ত্রাংশ দেশে আনা হয়। আর মার্চে তা সংযোজন করা হয়। এরপর এপ্রিল মাসে বাংলা কার নামে বাজারজাত করা হয়।
আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়নি। তবে এরইমধ্যে বিক্রি হয়ে গেছে সংযোজিত গাড়ির তিনভাগের একভাগ।
নারায়ণগঞ্জের পঞ্চবটিতে বাংলা কারসের কারখানা। সেখানেই সংযোজন করে হাত পাকিয়ে নিচ্ছেন দেশীয় কারিগররা। আর ঈদের পর, নিজেদের ডিজাইনের গাড়ি নিজেরাই তৈরি করবেন সেখানে।
হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন জানান, ৮ লাখ টাকা থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত মূল্য হবে গাড়ির। বাংলা কারের প্রতিটি গাড়িতে থাকবে ৫ বছর বা ১ লাখ কিলোমিটারের ওয়্যারেন্টি।
বিজনেস/এমর