মোবাইল ব্র্যান্ড নকিয়া দেশে কারখানা চালু করতে যাচ্ছে। এরই মধ্যে কারখানা স্থাপনের জন্য ভাইব্র্যান্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান বিটিআরসি থেকে প্রভিশনাল অ্যাপ্রুভাল পেয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাকিবুল কবির জানান, একই সঙ্গে ভাইব্র্যান্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড অনুমতি পেয়েছে নকিয়া ব্র্যান্ডের ফোন অ্যাসেম্বিলিং বা উৎপাদনের। প্রতিষ্ঠানটির টার্গেট জুন মাসের মধ্যে উৎপাদনে যাওয়া।
জানা যায়, স্মার্ট ফোন তৈরির মাধ্যমেই প্রতিষ্ঠানটি এ দেশে উৎপাদক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে। এরইমধ্যে প্রতিষ্ঠানটি গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি-১ -এ ভবন নির্মাণের কাজ শেষ করেছে। নকিয়া সূত্রে জানা গেছে, নকিয়া এখনও এনবিআরের অনুমোদন পায়নি। শিগগিরই পাবে বলে অপেক্ষায় আছে প্রতিষ্ঠানটি।
দেশে মোবাইল তৈরি কারখানার লাইসেন্স ১৩টি প্রতিষ্ঠান পেয়েছে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বর্তমানে ৯ থেকে ১০টি প্রতিষ্ঠান উৎপাদনে আছে। নকিয়া লাইসেন্স পেয়েছে, অপোও চলে আসবে। আশা করি, শাওমি এবং মটোরোলাও এ বছরের মধ্যে দেশে কারখানা স্থাপন করবে। যতদূর জেনেছি, এই ব্র্যান্ড দুটি কারাখানা স্থাপনের অনুমতির জন্য প্রক্রিয়া শুরু করেছে। তাদের মাঠ পর্যায়ের কাজ চলছে এখন।
বিজনেস/এমর