Home আন্তর্জাতিক বাণিজ্য যুক্তরাষ্ট্রের আরো ৫৮ কোটি ডলার দেয়ার ঘোষণা

যুক্তরাষ্ট্রের আরো ৫৮ কোটি ডলার দেয়ার ঘোষণা

বিশ্বব্যাপী কভিড-১৯ প্রতিরোধে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফসহ মোট সাতটি আন্তর্জাতিক সংস্থাকে আরো ৫৮ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে কভিড-১৯ প্রতিরোধে এ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের মাধ্যমে ডব্লিউএইচও, শিশু তহবিল (ইউনিসেফ) ও আরো পাঁচটি আন্তর্জাতিক সহায়তা গ্রুপকে কভিড-১৯ মোকাবেলায় ৫৮০ মিলিয়ন ডলার দেয়া হবে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্যে দেখা যায়, গত সাতদিনে কভিড আক্রান্তের ৭৩ দশমিক ২ শতাংশ রোগী ওমিক্রন ধরণে আক্রান্ত।

এছাড়া ডেল্টা আক্রান্ত হয়েছেন ২৬ দশমিক ৬ শতাংশ রোগী। অথচ তার আগের সপ্তাহেও দেশটিতে আধিপত্য ছিলো ডেল্টার। এছাড়া টেক্সাসে প্রথম ওমিক্রন রোগীর মৃত্যুর ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিলো। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ডেল্টার চেয়ে ওমিক্রন খুব দ্রুত ছড়ায়। দেড় থেকে তিন দিনের মধ্যে আক্রান্ত বেড়ে দ্বিগুণ হচ্ছে।