Home আন্তর্জাতিক বাণিজ্য ৪ দিন পর টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

৪ দিন পর টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বন্দর

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর আজ সোমবার সকাল সাড়ে নয়টা থেকে আবার সচল হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল রোববার পর্যন্ত এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবদুন নুর ও স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

জসিম উদ্দিন চৌধুরী বলেন, ঈদ উপলক্ষে স্থলবন্দর বন্ধ থাকলেও মিয়ানমার থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত কাঠবোঝাই কার্গো ট্রলার ৬টি, হিমায়িত মাছের ট্রলার ৫টি, পেঁয়াজভর্তি ৪টি, আচার, সুপারি, বরই ও তেঁতুলবোঝাই ট্রলারসহ ১৭টি ট্রলার স্থলবন্দরে এসে জেটিতে নোঙর করেছে। আজ সকাল থেকে এসব ট্রলার থেকে শ্রমিকেরা মালামাল খালাসে ব্যস্ত হয়ে পড়েন। তবে বাংলাদেশ থেকে বিকেলের দিকে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের পণ্যবাহী একটি ট্রলার মিয়ানমারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বিজনেস/এমর