তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে উৎপাদিত ডাইমেনসিটি ৭০০০ সিরিজের চিপসেটের পরীক্ষা চালাচ্ছে মিডিয়াটেক। চীনের মাইক্রোব্লগিং প্লাটফর্ম উইবোতে দেয়া এক পোস্টে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এ কথা জানায়। খবর গিজমোচায়না।
ডাইমেনসিটি ৯০০০ সিরিজ উন্মুক্ত করার পর অনেকেই ভেবেছিলেন যে মিডিয়াটেক হয়তো ৫ ন্যানোমিটারের উৎপাদন প্রযুক্তি ব্যবহার থেকে সরে আসছে। কিন্তু উইবোর পোস্টে সে ধারণা মুছে গেছে। টিএসএমসির ৪ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপ উৎপাদন করেছে।
বর্তমানে মিডিয়াটেক চিপ উৎপাদনে ৬ ন্যানোমিটারের যে প্রযুক্তি ব্যবহার করে থাকে ৭০০০ সিরিজের চিপ সে জায়গা দখলে নেবে। সেই সঙ্গে বাজারে থাকা কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য সত্য হলে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে উৎপাদিত ফ্ল্যাগশিপ প্রসেসর ডাইমেনসিটি ৯০০০ বাজারের সব ক্ষেত্রে কোয়ালকমের প্রতিদ্বন্দ্বিতা করবে।