Home আরও লংকাবাংলা ফাইন্যান্স ও শাইনপুকুর স্যুটসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

লংকাবাংলা ফাইন্যান্স ও শাইনপুকুর স্যুটসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

লংকাবাংলা ফাইন্যান্স ও শাইনপুকুর স্যুটসের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিঃ এর হেড অফ রিটেইল বিজনেস, খোরশেদ আলম এবং শাইনপুকুর স্যুটস এর হেড অফ অপারেশন, বিশ্বজিৎ সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ শাইনপুকুর স্যুটস থেকে হোটেল পরিসেবার উপর সর্বোচ্চ ৬০% ডিসকাউন্ট এবং ব্যুফে লাঞ্চ ও ডিনারের ক্ষেত্রে বাই ওয়ান গেট টু সুবিধা উপভোগ করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন, লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অফ কার্ডস মোঃ মিনহাজ উদ্দিন, হেড অফ কার্ডস সেলস এবং মার্চেন্ট রিলেসনশিপ খাজা ওয়াছিউল্লাহ এবং এর শাইনপুকুর স্যুটস এর হেড অফ সেলস (আর. ডি) মাসুদ রানা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।

বিজনেস/রনি