চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় পথচলা শুরু করতে যাচ্ছে মডেল-অভিনেত্রী-উপস্থাপক রাফিয়াত রশিদ মিথিলা। অনন্য মামুনের ‘অমানুষ’ ছবিতে দেখা যাবে তাদের রসায়ন। গত ২০ মার্চ তারা চুক্তিবদ্ধ হয়েছেন।
২৪ মার্চ থেকে ঢাকায় ছবিটির চিত্রায়ন শুরু হয়েছে। এরপর নিরব ও মিথিলা যাবেন বান্দরবান ও রাঙামাটিতে।
নিরব জানিয়েছেন, বনজঙ্গলে থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘অমানুষ’-এর চিত্রনাট্য। এটি অনন্য মামুনের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হচ্ছে।
মিথিলা প্রসঙ্গে নিরব বলেন, রাফিয়াত রশিদ মিথিলা আর আমি বলতে পারেন ১৪ বছর পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি। তিনি নিঃসন্দেহে মেধাবী। বড় পর্দায় তার যুক্ত হওয়াটা আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য ইতিবাচক ব্যাপার।
উল্লেখ্য, নিরব ও মিথিলা ২০০৫ সালে প্রথমবার অমিতাভ রেজার নির্দেশনায় একটেল মোবাইল ফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হন। এর পরের বছর তারিক আনাম খানের পরিচালনায় রুচির একটি পণ্যের বিজ্ঞাপনে কাজ করেন তারা।