Home আরও ৮ দিনের ‘লকডাউন’ শুরু:

৮ দিনের ‘লকডাউন’ শুরু:

*সব সরকারি-বেসরকারি অফিস, শপিং মল ও পরিবহন বন্ধ থাকবে *অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে নয় *পুলিশের ‘মুভমেন্ট পাস’ চালু *ব্যাংক ও পুঁজিবাজার খোলা *শিল্পকারখানা চলবে নিজস্ব ব্যবস্থাপনায়

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস শুরু থেকে বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যানে দেখা যায়, সংক্রমণ শনাক্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৩তম। তবে চিকিৎসাধীন রোগীর দিক থেকে বাংলাদেশ ২৩তম স্থানে।

১৪ দিন ধরে দেশে দৈনিক ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এর মধ্যে ৬ এপ্রিল থেকে দৈনিক ৬০-এর ওপরে মৃত্যু হচ্ছে। গত সোমবার তা ৮০ ছাড়িয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, তীব্র উপসর্গ থাকা ব্যক্তির মৃত্যুর ঝুঁকি বেশি। তবে গত বছরের চেয়ে এবার তীব্র উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বেশি। এবার কম সময়ে ফুসফুস আক্রান্ত হচ্ছে বলে তাঁরা ধারণা করছেন।

কোনো দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আছে কি না, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠিক করা কিছু নির্দেশক থেকে বোঝা যায়। তার একটি হলো রোগী শনাক্তের হার। টানা দুই সপ্তাহের বেশি রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। এ বছর ফেব্রুয়ারিতে রোগী শনাক্তের হার ৩ শতাংশের নিচে ছিল। দুই মাসের বেশি সময় পরে গত ১৮ মার্চ শনাক্তের হার ১০ শতাংশ ছাড়ায়। চলতি মাসের অধিকাংশ দিনই শনাক্তের হার ২০ শতাংশের ঘরে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৩২ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ। গতকাল পর্যন্ত মোট ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৮৯১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।

#bangladeshbusiness/shadhin