রাজধানীতে আজ শনিবার ভোরে ঝড়বৃষ্টি হয়েছে। কয়েক দিন ধরে তীব্র গরমের পরে ঝড়বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছে নগরবাসী। আধা ঘণ্টারও বেশি সময় ধরে ঝড়বৃষ্টি চলে। সকালের দিকে ঠান্ডা বাতাস ছিল। গরমও তুলনামূলক কমেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় এবং কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুমারখালী ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় তাপ আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
#bangladeshbusiness/shadhin