করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের যেসব দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্রাজিলের নাম সে তালিকায় ওপরের দিকেই থাকবে। অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক, পেশাদারি—প্রতিটা ক্ষেত্রেই দেশটায় করোনার প্রভাব অনুভূত হচ্ছে। তবে বিশ্ব ফুটবলের সফলতম এই দেশের এই দুর্দিনে জাতির সবচেয়ে নামজাদা সন্তানেরাই যদি পাশে না দাঁড়ান, তাহলে কীভাবে হবে?
নেইমার নিজেও ব্যাপারটা অনুভব করেছেন হয়তো। আর করেছেন দেখেই বর্তমান সময়ে ব্রাজিলের সবচেয়ে নামকরা এই তারকা দেশের মানুষের কষ্টের দিনে পাশে এসে দাঁড়িয়েছেন। এমনিতেই দেশের মানুষের জন্য নেইমার আগে যে কিছু করেননি, তা নয়। অসহায় ও দুস্থ শিশুদের জন্য ব্রাজিলের প্রেইয়া গ্রান্দে অঞ্চলে নেইমার জুনিয়র ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন, যারা তিন হাজার শিশুর দেখভাল করে থাকে।
#bangladeshbusiness/shadhin