Home আরও ১৬ মে পর্যন্ত থাকছে চলমান বিধিনিষেধ

১৬ মে পর্যন্ত থাকছে চলমান বিধিনিষেধ

শহরে ও জেলায় চলবে গণপরিবহন, বন্ধ থাকবে দূরপাল্লার বাস, ট্রেন ও যাত্রীবাহী নৌযান

লকডাউন

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ আবারও বাড়াল সরকার। আগামী ১৬ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনার সংক্রমণ মোকাবিলায় জনসমাগম এড়াতে এই বিধিনিষেধ চলছে গত ৫ এপ্রিল থেকে।

সরকারের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ এপ্রিল থেকে বন্ধ থাকা সরকারি অফিস আগামী ১৬ মে পর্যন্ত কার্যত বন্ধ থাকছে।

জনস্বাস্থ্য বিষেশজ্ঞদের মতে, করোনার সংক্রমণ থেকে মানুষের জীবন বাঁচাতে ‘লকডাউন’ বা বিধিনিষেধের আপাতত বিকল্প নেই। বিশেষ করে দেশের সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার আগ পর্যন্ত জীবন বাঁচানোর প্রয়োজনে সরকারকে বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হচ্ছে।

গতকাল সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে, সেগুলো ১৬ মে পর্যন্ত বলবত্ থাকবে। তবে শহরের ভেতরে বাস বা গণপরিবহন চলাচল করবে, কিন্তু দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্যবিধি মেনে জেলার মধ্যে গণপরিবহন চলবে আগামী বৃহস্পতিবার থেকে। কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া ট্রেন ও যাত্রীবাহী নৌযানও বন্ধ থাকবে। যেসব মার্কেটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হবে না, প্রয়োজনে সেসব মার্কেট বন্ধ করে দেওয়া হবে। বিধিনিষেধের মেয়াদ আবারও বৃদ্ধির বিষয়ে আজকালের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে সরকার।