তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বস্তির জয় পাওয়া সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। আজ মাঠে নামবে সিরিজ জয়ের লক্ষ্যে।ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। এই ম্যাচের আগে একটি রেকর্ডের অপেক্ষায় বাংলাদেশ। জিতলেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
এর আগে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে ১-০’তে এগিয়ে গেছে স্বাগতিকরা।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নবম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে। ২০১৩ ও ২০১৭ সালে দুটি সিরিজ ড্র হয়েছিল। এছাড়া বাকি সিরিজগুলোতে জয় পায় লঙ্কানরা। তাই এবার অপূর্ণতা ঘোচানোর সুযোগ তামিম-সাকিবদের সামনে।
এদিকে, শুধু সিরিজ জয়ই নয়, এ ম্যাচ জিতলে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে শীর্ষেও উঠে যাবে বাংলাদেশ