ভোর থেকেই জমে ওঠে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত। জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত নানা ধরনের টাটকা সবজি কৃষকরা বিক্রির জন্য নিয়ে আসেন এ আড়তে। এ সপ্তাহে সব ধরনের সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম।
আজ আলু ১২ থেকে ১৫ টাকা, মরিচ ১২ থেকে ১৫ টাকা, পোটল ১৫ টাকা, বেগুন ১৫ থেকে ২০ টাকা, করলা ২৫ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৫০ থেকে ৬০ টাকা, আদা ৬০ থেকে ৭০ টাকা কেজি পাইকারি বিক্রি করা হচ্ছে।
এ সপ্তাহে সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানান আড়তদাররা। তবে কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। প্রতিদিন গড়ে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি কেনাবেচা হয় এ আড়তে।
বিজনেস/এমর