ক্ষতিকর অ্যাপ বন্ধে একটি উচ্চ পর্যায়ের কমিটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
রাজধানীর এফডিসি অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা তালিকা করছি। আমরা দেখছি আইনের বাইরে কেউ কাজ করেছে কিনা। যেই হোক আইনের বাইরে গেলে র্যাব তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
তিনি আরও বলেন, ‘কিছু অপরাধ হঠাৎ করে হয়ে উঠেনি। এক্ষেত্রে সামাজিক, পারিবারিক কারণ রয়েছে। এ ব্যাপারে পরিবারে বাবা-মায়ের নজরদারি বাড়ানোসহ সবাইকে একসাথে কাজ করতে হবে। সৃজনশীল কাজে বেশি সম্পৃক্তকরণের মাধ্যমে কিশোর অপরাধ হ্রাস করা সম্ভব বলে মনে করেন র্যাব প্রধান।
বিজনেস/এমআর