Home এভিয়েশন ঢাকার বুড়িগঙ্গাকে টেমস নদীর মতো সাজাতে মহাপরিকল্পনা

ঢাকার বুড়িগঙ্গাকে টেমস নদীর মতো সাজাতে মহাপরিকল্পনা

মৃতপ্রায় বুড়িগঙ্গার ৭ কিলোমিটার আদি চ্যানেল উদ্ধারে ইতোমধ্যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকার চারপাশে নৌপথ চালুরও সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটির।

সাত কিলোমিটার এলাকাজুড়ে থাকবে নানা নান্দনিক স্থাপনা। প্রকল্প এলাকায় ওয়াকওয়ে, পানি প্রবাহ ফেরানো, নদীতীরে হোটেল-রেস্তোরাঁসহ গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন বহু স্থাপনা।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলছেন, নদীর সীমানা নির্ধারণের কাজ চলছে। প্রকল্প বাস্তবায়ন হলে হাতিরঝিলের নান্দনিক রূপ পাবে বুড়িগঙ্গার আদি চ্যানেল।

পুরো এলাকা দখল ও দূষণে বিপর্যস্ত। তবে নদী তীরে বিভিন্ন আবাসন এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান ও স্থাপনা থাকায় প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন নগরবিদ আদিল মুহাম্মদ খান। তাই প্রকল্প বাস্তবায়নে কর্তৃপক্ষকে সাহসী হওয়ার তাগিদ তার।

এই নগরবিদ বলেন, বুড়িগঙ্গার আদি চ্যানেল নিয়ে কাজ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আছে। মূল প্রতিবন্ধকতা হচ্ছে, ইতোমধ্যে অনেক স্থাপনা হয়ে গেছে। অনেক ক্ষেত্রে অবৈধ দখলের কারণে মূল চ্যানেলটা খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাবে।