Home পোশাক শিল্প প্রথমবারের মতো ‘গ্রীণ ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ৩০ প্রতিষ্ঠান

প্রথমবারের মতো ‘গ্রীণ ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ৩০ প্রতিষ্ঠান

দেশে প্রথমবারের মতো ‘গ্রীণ ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ৩০ প্রতিষ্ঠান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রথমবারের মতো ছয়টি খাতে এই অ্যাওয়ার্ড প্রদান করবে।

আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করবেন। সোমবার শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিরাপদ ও শোভন কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে আরও অধিক পরিমাণে উৎপাদন নিশ্চিত করে দেশের অর্থনীতির গতিকে বেগবান ও টেকসই করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণ এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠানসমূহকে প্রতিযোগিতামূলক অংশগ্রহণে উদ্বুদ্ধকরণে ‘গ্রীণ ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ প্রবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতি বছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রণীত নীতিমালার আওতায় শ্রমমান সম্পর্কিত কিছু নির্ণায়ক মাপকাঠি যেমন— অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন, উদ্ভাবনী কার্যক্রম বিবেচনা করে ৬টি সেক্টরের ৩০টি শিল্প-কারখানাকে নির্বাচন করা হয়েছে।

এর মধ্যে তৈরি পোশাক খাতের ১৫টি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হল— রেমি হোল্ডিংস্ লি., তারাসিমা এ্যাপারেলস লি., প্লামি ফ্যাশনস্ লি., মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লি., ভিনটেজ ডেনিম স্টুডিও লি., এ আর জিন্স প্রডিউসার লি., করণী নীট কম্পোজিট লি. ডিজাইনার ফ্যাশন লিমিটেড, ক্যানপার্ক বাংলাদেশ এ্যাপারেল (প্রা.) লি. (ক্যানপার্ক ইউনিট-২), গ্রিন টেক্সটাইল লিমিটেড (ইউনিট-৩), ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লিমিটেড, উইসডম এ্যাটায়ার্স লিমিটেড, মাহমুদা এ্যাটায়ার্স লিমিটেড, স্মোটেক্স আউটারওয়্যার লিমিটেড, অকো-টেক্স লি.।

আরও পড়ুন:জলবায়ু পরিবর্তনের সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ৪ দফা প্রস্তাব

খাদ্য প্রক্রিয়াজাতকরণ সেক্টরে ৩টি প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে। এগুলো হল— হবিগঞ্জ এগ্রো লি., আকিজ ফুড এন্ড বেভারেজ লি., ইফাদ মাল্টি প্রোডাক্টস্ লিমিটেড।

এ ছাড়া, চা শিল্পে ৪টি প্রতিষ্ঠান যথাক্রমে গাজীপুর চা বাগান, লস্করপুর চা বাগান, জাগছড়া চা কারখানা, নেপচুন চা বাগান; চামড়াজাতপণ্য সেক্টরের ২টি শিল্প-কারখানা যথাক্রমে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং এডিসন ফুটওয়্যার লিমিটেড; প্লাস্টিক খাতে ৩টি প্রতিষ্ঠান যথাক্রমে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, অলপ্লাষ্ট বাংলাদেশ লিমিটেড, ডিউরেবল প্লাস্টিক লিমিটেড এবং ফার্মাসিউটিক্যালস সেক্টরে ৩টি প্রতিষ্ঠান যথাক্রমে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

বিজনেস/এমআর