Home প্রবাসে রেমিট্যান্স কমেছে ২২ শতাংশ

রেমিট্যান্স কমেছে ২২ শতাংশ

চলতি অর্থবছরের অক্টোবরে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ডলার। যা আগের অর্থবছরের অক্টোবরে ছিল ২১০ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স চলতি অর্থবছরের শুরু থেকে কমছে। সেই ধারবাহিকতায় চলতি বছরের অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় প্রবাহ কমেছে ২১.৬৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, চলতি অর্থবছরের অক্টোবরে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ডলার। যা আগের অর্থবছরের অক্টোবরে ছিল ২১০ কোটি ডলার।

এছাড়া চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিট্যান্স আসে ৭.০৫ বিলিয়ন ডলার। যা গত বছরের এই সময়ের তুলনায় ২০ শতাংশ কম।

আরও পড়ুন:গাড়ি উৎপাদনকারী দেশ হবে বাংলাদেশ

গেল ২০২২০-২১ অর্থবছরের জুলাইয়ে ২৬০ কোটি ডলারের প্রবাসী আয় দেশে আসে, যা তার আগের বছরের চেয়ে ৬২.৫ শতাংশ বেশি ছিল। গত অর্থবছরে দেশে কোভিড-১৯ মহামারি সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ ২৪.৭৮ বিলিয়ন ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছায়।

বিজনেস/এমআর