Home অর্থনীতি রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ কাল

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ কাল

বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। লেনদেন বন্ধের আগে নিয়ম অনুযায়ী ৩ মার্চ স্পট মার্কেটে যায় কোম্পানিটি। আজও কোম্পানিটির শেয়ার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে। এ দুদিন ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স। সুপারিশকৃত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ বেলা ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে এজিএম করবে বীমা খাতের কোম্পানিটি।