Home শেয়ার বাজার দুই কার্যদিবস পর সূচকে ফের পতন

দুই কার্যদিবস পর সূচকে ফের পতন

টানা তিন কার্যদিবস পতনের পর সোমবার ঘুরে দাঁড়িয়েছিল দেশের শেয়ারবাজার। পরের দিন মঙ্গলবার কোনো রকমে পতন থেকে রক্ষা মিলেছিল। তবে বুধবার আর শেষ রক্ষা হয়নি। দুই কার্যদিবস বাদে ফের ধস নেমেছে সূচকে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১ দশমিক ৫৪ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স গতকাল কমেছে ১ দশমিক ৫৮ শতাংশ। এদিকে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমলেও সিএসইতে তা অনেকটা বেড়েছে।

৫ হাজার ৪১৪ পয়েন্ট নিয়ে গতকালের লেনদেন শুরু করেছিল ডিএসইএক্স। লেনদেন শেষে তা কমে ৫ হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাৎ একদিনের ব্যবধানে সূচকটি কমেছে ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ৩৯ পয়েন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ কমে গতকাল লেনদেন শেষে ২ হাজার ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল ২ হাজার ৬৩ পয়েন্ট। এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল প্রায় ১৬ পয়েন্ট বা ১ দশমিক ২৯ শতাংশ কমে দিনশেষে ১ হাজার ২২১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবস শেষে যা ছিল ১ হাজার ২৩৭ পয়েন্ট।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ২৩টির, কমেছে ২৩৬টির আর অপরিবর্তিত ছিল ৯৬টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ১৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। ১৫ শতাংশ দখলে নিয়ে এরপর রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এছাড়া ১২ শতাংশ দখলে নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত।

বুধবার ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, রহিমা ফুড করপোরেশন লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বুধবার ডিএসইতে সমাপনী দরের ভিত্তিতে দর বৃদ্ধিতে শীর্ষ ১০ সিকিউরিটিজ ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, পূবালী ব্যাংক লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, পূবালী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড ও তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ১৪৯ পয়েন্ট বা ১ দশমিক ৫৮ শতাংশ কমে ৯ হাজার ৩০৪ পয়েন্টে অবস্থান করছে, আগের দিন শেষে যা ছিল ৯ হাজার ৪৫৩ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত ছিল ৪১টর বাজারদর।

গতকাল ডিএসইতে টাকার অংকে লেনদেন কমলেও সিএসইতে তা অনেকটা বেড়েছে। ডিএসইতে এদিন মোট ৫৮০ কোটি ৩৯ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬৩১ কোটি ৭ লাখ টাকা। সিএসইতে গতকাল ১৭৭ কোটি ৩৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল মাত্র ২৩ কোটি ৪৬ লাখ টাকা।

বিজনেস/এমর