নিজস্ব প্রতিবেদক
বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ছয় ক্যাটাগরিতে ২১ প্রতিষ্ঠান পাচ্ছে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার। ২০২১ সালে বিশেষ অবদান রাখার জন্য এসব পুরস্কার দেওয়া হবে। তবে কবে দেওয়া হবে তার নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি।
গত ১৫ নভেম্বর শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব এম এম সামিরুল ইসলাম রাষ্ট্রপতির আদেশে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেন। প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার ছয় ক্যাটাগরিতে ২১টি শিল্পপ্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২১ দেওয়ার জন্য নির্বাচিত করেছে। পুরস্কার দেওয়ার লক্ষ্য হিসেবে বলা হয়, জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করা। যা রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার সংক্রান্ত নীতিমালা-২০২০ অনুযায়ী দেওয়া হবে।
২০২১ সালে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে ইকো টেক্স লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড এবং মীর আকতার হোসেন লিমিটেড। দ্বিতীয় হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। একই ক্যাটাগরিতে যৌথভাবে তৃতীয় হয়েছে øোটেক্স আউটারওয়্যার লিমিটেড ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড, দ্বিতীয় বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং তৃতীয় হয়েছে এপিএস অ্যাপারেলস লিমিটেড।
ক্ষুদ্র শিল্পে যৌথভাবে প্রথম হয়েছে দ্য রিলায়েবল বিল্ডার্স লিমিটেড, কনকর্ড এন্টারটেইনমেন্ট কম্পানি লিমিটেড এবং ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল£। দ্বিতীয় হয়েছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড এবং তৃতীয় গুনজে ইউনাইটেড লিমিটেড।
মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম ফারিহা গ্রিন মুড লেদারস লিমিটেড, দ্বিতীয় এবিএম ওয়াটার কম্পানি এবং তৃতীয় হয়েছে ডিপলেড ল্যাবরেটরিজ লিমিটেড।
কুটির শিল্প ক্যাটাগরিতে প্রথম ব্লস্টার অ্যাগ্রো প্রডাক্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় হয়েছে প্রীতি বিউটি পার্লার এবং তৃতীয় হয়েছে লেহাজ সালমা যুব মহিলা কল্যাণ সংস্থা।
হাই-টেক শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে বিজ সলিউশন লিমিটেড।
শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর এই পুরস্কার দেওয়া হতে পারে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।