Home চাকরি ব্যাংকে নিয়োগ পরীক্ষায় ভয়ংকর জালিয়াতি, হাতিয়েছে ৬০ কোটি

ব্যাংকে নিয়োগ পরীক্ষায় ভয়ংকর জালিয়াতি, হাতিয়েছে ৬০ কোটি

  • বাতিল হতে পারে পরীক্ষা,ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
  • ৩ ব্যাংকারসহ গ্রেপ্তার ৫

পাঁচ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে এক হাজার ৫১১ জনকে নিয়োগ দিতে গত শনিবার যে পরীক্ষা হয়েছে সেখানে ভয়ংকর জালিয়াতির ঘটনা ঘটেছে। , এই পরীক্ষার দায়িত্বে থাকা আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ থেকে প্রশ্ন ফাঁস করে ১১টি বুথে ৮৫ শতাংশ ‘উত্তর সমাধান’ দিয়েছে জালিয়াতচক্র। এ জন্য একজন চাকরিপ্রার্থীর সঙ্গে পাঁচ থেকে ১৫ লাখ টাকার চুক্তি করে তারা এমন তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে টাকা দেওয়ার চুক্তি করা হলেও প্রাথমিকভাবে অন্তত ৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য মিলেছে। ২০০ চাকরিপ্রার্থী ‘উত্তর সমাধান’ কিনেছেন বলেও প্রমাণ পেয়েছে ডিবি। আরো দুই হাজার চাকরিপ্রার্থী এই চুক্তি করেছেন বলে খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। আহছানউল্লা ইউনিভার্সিটির আইটি টেকনিশিয়ানসহ সরকারি ব্যাংকের কয়েকজন কর্মকর্তা মিলে এই জালিয়াতচক্র গড়ে উঠেছে। গত শনিবার থেকে গতকাল বুধবার পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে তিন ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি। গতকাল বাড্ডা থানায় ২৮ জনের নাম উল্লেখসহ অচেনা আরো ২৫ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

ডিবির কর্মকর্তারা বলছেন, একই সিন্ডিকেট পর পর ব্যাংকের চারটি নিয়োগ পরীক্ষায় একইভাবে জোচ্চুরি করেছে। সম্প্রতি পরীক্ষা বাতিলের জন্য চাকরিপ্রার্থীদের মানববন্ধনের দাবির সত্যতা পেয়ে গতকাল ডিবির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে তদন্তের ব্যাপারে জানানো হয়েছে।

এদিকে পরীক্ষার্থীদের অভিযোগকে গুজব মনে করে শুরুতে গুরুত্ব না দিলেও ডিবির অভিযানের পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন ইউনিট। গতকাল বিষয়টি নিয়ে কয়েক দফা বৈঠকও করেন দায়িত্বশীল কর্মকর্তারা। গতকাল দুপুরেই গভর্নরের সঙ্গে দেখা করে তদন্তের সার্বিক বিষয় তুলে ধরে ডিবির তিন সদস্যের প্রতিনিধিদল।

বিজনেস/এমআর