Home শীর্ষ সংবাদ ১৪ নভেম্বরের পর পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

১৪ নভেম্বরের পর পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন ইউনিটির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক হুমায়ুন কবির বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিষ্ঠানটির ব্যাখ্যা পাওয়ার পরই পরীক্ষা বাতিল করা না-করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সরকারি পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আহসানউল্লাহ ইউনিভার্সিটি থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে দাবি পুলিশের।

পরীক্ষার্থীদের কাছে ১৫ লাখ টাকায় প্রশ্নপত্র বিক্রি নিয়ে মিডিয়ায় যে খবর বের হয়েছে, সেই বিষয়টি বাংলাদেশ ব্যাংক থেকে খতিয়ে দেখা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের তথ্য আমরা মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি। গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে তা প্রকাশ করা হয়েছে। এর বাইরে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাই গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিয়েই আমাদের এগোতে হবে। প্রশ্ন ফাঁসের অভিযোগে যাঁরা ধরা পড়েছেন, তাঁদের রিমান্ডে নিলে হয়তো প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। এটা তো আমরা পারব না। গোয়েন্দা সংস্থাই এটা করতে পারবে।’

বিজনেস/এমআর