স্বর্ণের দাম আরও বেড়েছে। তিন সপ্তাহের ব্যবধানে ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বেড়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ৮৪ হাজার ৫৬৪ টাকায় উঠেছে।
বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই মূল্যবান এই ধাতুটির দাম এত উচ্চতায় ওঠেনি বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। অন্যান্য মানের স্বর্ণের দামও প্রায় একই হারে বেড়েছে।
শনিবার ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি – বাজুস। এর ফলেই সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৮৪ হাজার ৫৬৪ টাকায় উঠেছে। আজ রোববার থেকে এই নতুন দর কার্যকর হবে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, রোববার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৮৪ হাজার ৫৬৪ টাকায় বিক্রি হবে। গত তিন সপ্তাহ এই মানের স্বর্ণ ৮৩ হাজার ২৮১ টাকায় বিক্রি হয়েছে। এ হিসাবে দাম বেড়েছে ১ হাজার ২৮৩ টাকা।
২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২২৫ টাকা বেড়ে ৮০ হাজার ৭১৫ টাকা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে হয়েছে ৬৯ হাজার ১৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বেড়ে হয়েছে ৫৭ হাজার ৩৮৭ টাকা।
রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের দামেই বিক্রি হবে এই ধাতু। এর আগে সবশেষ গত ২১ আগস্ট স্বর্ণের দাম প্রায় একই পরিমাণ বাড়ানো হয়েছিল। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাব করা হয়।
শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৮৩ হাজার ২৮১ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণ কিনতে লেগেছে ৭৯ হাজার ৪৯০ টাকা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হয়েছে ৬৭ হাজার ১২৬ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে লেগেছে ৫৫ হাজার ২৮৭ টাকা।
বিজনেস/এম.আর