Home শীর্ষ সংবাদ রাজধানীতে বৃষ্টি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত

রাজধানীতে বৃষ্টি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত

রাজধানীতে বৃষ্টি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত

বৃষ্টি মঙ্গলবার হবে, বুধবারও হবে একইভাবে। বৃহস্পতিবারের দিকে আকাশ পরিষ্কার হতে পারে। ওইদিন বৃষ্টি থামার সম্ভাবনা আছে। এমনটাই জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, ‘রাত থেকে বৃষ্টি হচ্ছে। এই থেমে থেমে হওয়া বৃষ্টি দুপুরের পর হয়তো বাড়তে পারে। তবে সেটা সামান্য। রাতেও বৃষ্টি হবে। সারাদিন আকাশ মেঘলা থাকবে।’

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথচা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই সময়ের মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছ কর্তৃপক্ষ। অধিদপ্তর বলছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে।

সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ৭১ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস সিলেটের শ্রীমঙ্গলে।

বিজনেস/এম.আর