Home জীবনযাপন ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ

করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে ঊর্ধ্বগতি দেখা দেয়ায় ১৪ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন দেয়ার কথা ভাবছে সরকার। এ সময় জরুরি সেবা ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আলাদাভাবে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

অন্যদিকে, সংক্রমণ প্রতিরোধে টানা দুই সপ্তাহ পূর্ণ লকডাউনের সুপারিশ করেছে কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

নিজের সরকারি বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সেই সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমন অবস্থায় জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে সরকার। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

এ লকডাউন কেমন হতে পারে, সে সম্পর্কে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জরুরি সেবা ছাড়া সবকিছু লকডাউনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এবার কঠোর লকডাউনে যাবে সরকার। ১৪ এপ্রিল থেকে সাতদিনের জন্য এ লকডাউন দেয়া হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, এবার লকডাউন দেয়া হলে তা হবে কঠোর। মানুষকে অবশ্যই ঘরে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না যান সেটি নিশ্চিত করা হবে।

বিজনেস/এমর