Home নবীণ উদ্যোক্তা অনলাইনে প্রতিদিন দেড় লাখের বেশি পণ্য ডেলিভারি

অনলাইনে প্রতিদিন দেড় লাখের বেশি পণ্য ডেলিভারি

প্রতিদিন দেশে অনলাইন কেনাকাটায় দেড় লাখের অধিক পণ্য ও সেবা ডেলিভারি হচ্ছে বলে জানিয়েছে ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। করোনাকালে এর পরিমাণ প্রতিনিয়ত বেড়ে চলেছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

সম্প্রতি করোনাকালীন অনলাইন পণ্য ও সেবা নিয়ে ই-ক্যাবের সংবাদ সম্মেলন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানান এর অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু।

সংবাদ সম্মেলনে ই-কমার্সের বিভিন্ন দিক এবং ই-ক্যাবের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, অনলাইনে প্রতিদিন প্রায় ১ লাখ ৬০ হাজারের মতো পণ্য ও সেবা ডেলিভারি হচ্ছে। তবে টাকার অংকে দিনের লেনদেনের হিসাব না থাকলেও, বছরে সবমিলিয়ে ডিজিটাল লেনদেন হচ্ছে ১৬ হাজার কোটি টাকার।

ই-কমার্সে বিগত বছর সমূহে যেখানে ২৫ শতাংশ প্রবৃদ্ধি ছিল গত বছর তা ৭০-৮০ শতাংশে উন্নীত হয়েছে। এখন করোনা সংকট বাড়ার ফলে এ খাতে প্রবৃদ্ধি আরো বাড়বে বলে মনে হচ্ছে।

ক্ষেত্রবিশেষে প্রবৃদ্ধির হার রেকর্ড পরিমাণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিত্যপণ্য ও খাদ্য ব্যবসায় গত বছর প্রবৃদ্ধি ৩০০ শতাংশ ছাড়িয়েছে। শুধুমাত্র নিত্যপণ্যে ২০২০ সালের শেষ ৮ মাসে লেনদেন হয়েছে ৩ হাজার কোটি টাকা।

নতুন করে এ খাতে ৫০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা করোনাকালে ৬ হাজারের মতো তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছি। কিন্তু এটা যথেষ্ট নয়। আগামীতে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে প্রশিক্ষণ নিয়ে আরো কাজ করতে চাই।

তিনি আরো বলেন, সদস্যদের অর্থসংকট মোকাবিলায় ই-ক্যাবের পক্ষ থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে। প্রাইম ব্যাংক ও সিটি ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১৩ টি প্রতিষ্ঠানকে জামানতবিহীন বিভিন্ন মেয়াদী ঋণের ব্যবস্থা করা হয়েছে। আরো ১৩৭টি প্রতিষ্ঠানের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

বিজনেস/এমর