Home শীর্ষ সংবাদ চলছে দুরপাল্লার বাস, বাড়ছে যানবাহন

চলছে দুরপাল্লার বাস, বাড়ছে যানবাহন

Highway

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা- ময়মনসিংহ মহাসড়কসহ অন্যান্য সড়কেও চলছে দূরপাল্লার বাস। একই সাথে মহাসড়কে ঢাকামুখী যানবাহনের সংখ্যাও বাড়ছে। গত শনিবার ও গতকাল রোববারের তুলনায় আজ সোমবার তা দ্বিগুণ হয়েছে। আজ সকাল সাতটা ও সাড়ে আটটার দিকে দুবার মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকা এবং মাওনা চৌরাস্তায় অবস্থান করে এ চিত্র জানা গেছে।

ঈদের তিন থেকে চার দিন আগে মহাসড়কে উত্তরাঞ্চলগামী যে পরিমাণ ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করেছে, আজ সে তুলনায় ঢাকামুখী যানবাহনের চাপ বেশি। এর মধ্যে মহাসড়কে দূরপাল্লার বাসসহ উভয়মুখী বাস চলাচলও বাড়ছে। তবে মানুষ মোটরসাইকেলে করে গন্তব্যে বেশি যাচ্ছে।

রংপুরগামী ডিকে এন্টারপ্রাইজের চালক মো. সিরাজুল ইসলাম মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। তাঁকে প্রশ্ন করা হয়, দূরপাল্লার বাস চলাচল নিষেধ। আপনি কীভাবে বাস চালাচ্ছেন? এর উত্তরে তিনি বলেন, ‘পুলিশ ছাইরা দিছে। আর বাস চালিয়া কী হইবো। যাত্রী নাই। ইনকাম নাই।’

এদিকে, ময়মনসিংহ থেকে ঢাকাগামী এক যাত্রী বলেন, দিগুণ ভাড়া দিয়ে ঢাকা যাচ্ছি। তারপরেও বাসে দাড়িয়ে আসতে হচ্ছে।

মির্জাপুর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, মহাসড়কে আমরা কাজ শুরু করেছি। জেলার বাস চলাচল করছে। দূরপাল্লার বাস খুব একটা চলছে না। রাস্তায় যানবাহন কিছুটা বাড়ছে।

বিজনেস/এমর