লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান লাফার্জ উমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেডকে নিরাপদ মাইনিংয়ের জন্য পুরস্কৃত করেছে ভারতের মাইনিং মন্ত্রণালয়। এ নিয়ে পরপর তিনবার নিরাপদ মাইনিংয়ের জন্য পুরস্কার পেল কোম্পানিটি। সম্প্রতি নয়াদিল্লিতে ভারত সরকারের ইউনিয়ন মিনিস্টার অব পার্লামেন্টারি অ্যাফেয়ার্স (কয়লা ও মাইন) প্রলোদ যোশির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন লাফার্জ উমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেডের হেড অব মাইনিং অপারেশনস প্রমোদ কুমার সিং।