Home বিনোদন বাপ্পি লাহিড়ীর শেষ ইনস্টাগ্রাম পোস্ট ‘ওল্ড ইজ গোল্ড’

বাপ্পি লাহিড়ীর শেষ ইনস্টাগ্রাম পোস্ট ‘ওল্ড ইজ গোল্ড’

মৃত্যুর মাত্র দুদিন আগে নিজের একটি পুরাতন ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন কিংবদন্তী সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী। পোস্টের ক্যাপশনে ইংরেজিতে তিনি লিখেছিলেন ‘ওল্ড ইজ গোল্ড’। এটিই ছিল সামাজিক মাধ্যমে তার শেষ পোস্ট।

গতকাল মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে একাধিক স্বাস্থ্য সমস্যার কারণে মারা যান উপমহাদেশের প্রখ্যাত এ সংগীত শিল্পী ও সুরকার।

ভারতীয় চলচ্চিত্রে গানের এক ভিন্ন ধারা এনেছিলেন বাপ্পি লাহিড়ী। ১৯৭০ থেকে ৯০ সালে তার গানগুলো তুমুল জনপ্রিয়তা পায়। আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার, জিমি জিমি, তাম্মা তাম্মা লোগে এ গানগুলোর মতো শতাধিক গান উপহার দিয়েছেন তিনি। তার কিছু জনপ্রিয় গান বর্তমান সময়েও রিমিক্স করা হয়েছে। বাপ্পি লাহিড়ীকে ভারতের ডিস্কো গানের পথপ্রদর্শক হিসাবে কৃতিত্ব দেয়া হয়।

সবার কাছে বাপ্পি ছিলেন অনেক কাছের মানুষ। তার প্রতি সবার ভালোবাসা থেকেই সবার কাছে বাপ্পি দা বলেই পরিচিত ছিলেন এই তারকা। অবশ্য ‘ডিস্কো কিং’ হিসাবেও পরিচিত তিনি। ডিস্কো ডান্সার সিনেমায় তার গাওয়া গান সুপার হিট হওয়ার পরেই মূলত এই নাম দেওয়া হয় তাকে।

গানের ভিন্ন ধরণ আর স্বর্ণের প্রতি দুর্বলতার কারণে তাকে সবার থেকে বেশ আলাদা করে নিয়েছিলেন দর্শক ও সমালোচকরা। তিনি সর্বশেষ ২০২০ সালের বাঘি থ্রি সিনেমার জন্য ‘ভাঙ্কাস’ গানটি রচনা করেছিলেন।

মঙ্গলবার রাতে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মারা যান বাপ্পি। এক মাস ধরে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে অবস্থার উন্নতি হলে সোমবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। সুস্থ অবস্থায় ঘরে ফেরেন বাপ্পি। কিন্তু মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি হলে বাড়িতেই চিকিৎসকের সেবা নেন তিনি। কিন্তু অবস্থার উন্নতি না দেখে তাকে আবারো হাসপাতালে নেয়া হয় এবং হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান এ সুর স্রষ্ঠা।