আন্তজার্তিক মানব কল্যাণ ও প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য সংস্থার উদ্দেশ্যে ১৮ মার্চ বেলা ১:৩০ হইতে দনিয়া কলেজের সম্মুখে পথশিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা, পুরুস্কার ও খাবার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামরুল হাসান রিপন, সভাপতি স্বেচ্ছাসেবকলীগ(দক্ষিণ)।
বিশেষ অথিথি হিসাবে উপস্থি ছিলেন মাজহারুল ইসলাম ( ওসি যাত্রাবাড়ি), মুখলেসুর রহমান, এনটিভির শ্রভ্র সিনহা, ইঞ্জিনিয়ার মাহাবুব। সভার সভাপত্তি¡ করেন সংস্থাার চেয়ারম্যান বাংলাদেশ সংপ্রীম কোর্টের আইনজীবী মো: ওয়াহিদুন নবী বিপ্লব। সাবির্ক তত্বাবধানে ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক এ হাসান ও মোহাম্মদ সূজন, ডা: লুৎফর রহমান, রানা, রুবেল, মো: ইয়ামিন, আলআমিন, আইনুল সহ সংস্থার প্রায় ১০০ জন স্বেচ্চাসেবী।