ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের ১৫তম আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া, বিসিসিআই। কোটি টাকার টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ২৬ মার্চ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।
হোম ও অ্যাওয়ে পদ্ধতি থেকে সরে এসে গোটা টুর্নামেন্ট মুম্বাই ও পুনেতে আয়োজন করবে বিসিসিআই। ৬৫ দিনের লড়াইয়ে ৭০টি লিগ ও চারটি প্লে অফসহ মোট ম্যাচ হবে ৭৪টি। দশ দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসর। আইপিএলের পর্দা নামবে আগামী ২৯ মে।
এবারের মৌসুমে থাকছে ১২টি ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচ বিকেল চারটায় এবং পরের ম্যাচ হবে রাত ৮টায়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে লিগ পর্বের ২০টি করে ম্যাচ। একই শহরের ব্রাবোর্ন ও পুনের এমসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৫টি করে ম্যাচ।
আইপিএলে ২৫ শতাংশ দর্শক স্টেডিয়ামে বসে খেলার দেখার সুযোগ পাবে। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো বায়ো-বাবলে প্রবেশ করার আগে প্রত্যেক খেলোয়াড়কে তিন দিনের কঠোর কোয়ারেন্টাইন পালন করেত হবে। চতুর্থ দিনে কোভিড টেস্টে নেগেটিভ হতে হবে সবাইকে।