Home বিজ্ঞান ও প্রযুক্তি ভিভো ভি১৯ নিও…

ভিভো ভি১৯ নিও…

করোনা আবহেই একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে স্মার্টফোন কোম্পানিগুলি। এবার চীনা স্মার্টফোন কোম্পানি ভিভোও তাদের নতুন ফোন বাজারে আনলো। এই ফোনের নাম ভিভো ভি১৯ নিও। কোম্পানি এই ফোনকে ফিলিপাইন্স এ লঞ্চ করেছে। ভিভো এই ফোনের ক্যামেরা ফিচারের উপর জোর দিয়েছে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় সুপার নাইট সেলফি এবং সুপার নাইট মোড দেওয়া হয়েছে।

আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী এ ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন —

কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৫৯×৭৪.২××৮.৫এমএম

নেটওয়ার্ক সমর্থন : জিএসএম / এইচএসপিএ / এলটিই

 

সিম : ডুয়াল ন্যানো

ডিসপ্লে : ৬ দশমিক ৪৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন

ডিসপ্লে রেজল্যুশন :১০৮০×২৪০০ পিক্সেল

ওএস : অ্যান্ড্রয়েড ৯.০

চিপসেট : স্ন্যাপড্রাগন৬৭৫

মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি

অভ্যন্তরীণ স্টোরেজ : ৮/৮ গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮/২৫৬

রিয়ার ক্যামেরা : ৪৮,৮,২,২ মেগাপিক্সেল

ফ্রন্ট ক্যামেরা : ৩২ মেগাপিক্সেল

কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি, ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে

ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ১৮ ওয়াট চার্জিং সমর্থন