Home বিজ্ঞান ও প্রযুক্তি টেকনো স্পার্ক ৫ এয়ার…

টেকনো স্পার্ক ৫ এয়ার…

কয়েকদিন আগেই আমরা জানিয়েছিলাম যে স্মার্টফোন কোম্পানি টেকনো তাদের নতুন ফোন লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে। এই ফোনের নাম টেকনো স্পার্ক ৫ এয়ার। ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে চলতি মাসে উন্মোচন করা হবে। বিশ্ববাজারে সরবরাহ শুরু হবে শিগগিরই।

আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী এ ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন —

কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৭৪.৬×৭৯.৩×৯.১ এমএম

নেটওয়ার্ক সমর্থন : জিএসএম, এইচএসপিএ, এলটিই

সিম : ডুয়াল ন্যানো

ডিসপ্লে : ৭ ইঞ্চি আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন

ডিসপ্লে রেজল্যুশন : ৭২০×১৬৪০ পিক্সেল

ওএস : অ্যান্ড্রয়েড ১০(গো সংস্করণ)

চিপসেট : মিডিয়াটেক

মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি

অভ্যন্তরীণ স্টোরেজ : ২ গিগাবাইট র্যাম সংস্করণে ৩২

রিয়ার ক্যামেরা : ১৩, QVGA মেগাপিক্সেল

ফ্রন্ট ক্যামেরা : ৮ মেগাপিক্সেল

কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি

ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার