Home বিজ্ঞান ও প্রযুক্তি মোবাইল ডেটায় ভর করে ১৫% আয় বাড়লো বাংলালিংকের

মোবাইল ডেটায় ভর করে ১৫% আয় বাড়লো বাংলালিংকের

নিজস্ব প্রতিবেদক
টানা ছয়টি প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলালিংক। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় ১৫.১ শতাংশ বেড়ে এক হাজার ৫৮৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। দেশজুড়ে চার কোটি ৩০ লাখ গ্রাহক রয়েছে প্রতিষ্ঠানটির।
গতকাল মঙ্গলবার বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস গুলশানে প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তৃতীয় প্রান্তিকের এই ফলাফল ঘোষণা দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও চিফ ফিন্যানশিয়াল অফিসার জেম ভেলিপাসাওগ্লু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় প্রান্তিকে মোবাইল ডাটা থেকে বাংলালিংকের আয় বেড়েছে ২৮ শতাংশ। প্রতিষ্ঠানটির ফোরজি ব্যবহারকারীর বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ৩১ শতাংশ। দেশজুড়ে বাংলালিংকের ১৫ হাজারেরও বেশি টাওয়ারের বিশাল অবকাঠামোর ফলে এই বৃদ্ধি সম্ভব হয়েছে।
এরিক অস বলেন, ‘উদ্ভাবনী ডিজিটালসেবা ও দ্রুততম ফোরজি নেটওয়ার্ক দেশব্যাপী একটি নির্ভরযোগ্য অপারেটর হিসেবে আমাদের অবস্থানকে আরো সুদৃঢ় করেছে। এখন আমরা প্রযুক্তিগত রূপান্তরের মাধ্যমে দেশের উন্নয়নে অংশীদার হতে চাই।’
এ ছাড়া জনবল উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগও বাংলালিংকের প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। চাকরির ক্ষেত্রে দেশের তরুণদের পছন্দের সেরা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে বাংলালিংক অবস্থান করে নিয়েছে, যা আগে ১৮তম ছিল।